Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতা সিরিজে রতন বসাক

maro news
কবিতা সিরিজে রতন বসাক

১। বাবার কথা

যার কারণে ভবে আসি বাবা হলেন তিনি, বিপদ আপদ সুখে দুখে সদা থাকেন যিনি ।
ভালোবাসি বলেন নাতো কোনো সময় মুখে, মনের থেকে চেয়ে যাবেন সবাই থাকুক সুখে ।
সবার জন্য জামা কাপড় কিনে এনে দেবেন, সবাই খুশি থাকলে পরেই তিনি একটা নেবেন ।
যতো সময় বেঁচে থাকেন বুঝি নাতো অভাব, যার যা লাগে দেবেন তিনি এটা বাবার স্বভাব ।
নিজের থেকে পরিবারের কথা ভাবেন বেশি, সারাজীবন করার জন্যই শক্ত রাখেন পেশি ।

২। শিখে লেখ

লেখাটা নয় সহজ কাজ তবুও সবাই লিখছে আজ, পেতে চায় শুধু নাম আমি বলি ওরে থাম, আগে তুই শেখ / শিখে নিয়ে লেখ। প্রতিভা হলো প্রভুর দান সুন্দর লিখেই পাবি মান, আয় চলে আয় কাছে লেখার অনেক আছে, লেখ ছল ছেড়ে / যাস কেনো হেরে?
মনের কথাটা লেখে কবি সমাজের  তুলে ধরে ছবি, কলমটা  হাতে নিয়ে লিখে যায় মন দিয়ে, কত জনে পড়ে / ইতিহাস গড়ে। ছন্দ মাত্রা ঠিক রেখে লেখা লেখার  ফলেই কিছু শেখা, কেউ পড়ে বলে ভালো তাঁর মনে জ্বলে আলো, কবি খুশি হয় / কেটে যায় ভয়।

৩। মা যেমন

এই জগতে মায়ের মতো আপন কেহ নাই, যখন যেমন চেয়ে গেছি পেয়েছি সব তাই।
বাইরে থেকে ঘরে ফিরে দেখলে পরে মুখ, যত দুঃখ থাক না মনে ভুলি সবটা দুখ।
অনেক কষ্ট সহন করে মানুষ করে যায়, সবার খাওয়া হলে পরে তবেই কিছু খায়।
কঠিন সময় আসে যখন বাড়ায় মনের বল, সাহস দিয়ে বলবে হেসে আমার সাথে চল।
ভালোবাসা স্নেহ ছাড়া মনে নাহি দ্বেষ, মায়ের কথা যতই বলি হবে নাতো শেষ।

৪। অনেক কষ্টের

অর্থ কামাই করার জন্য জিনিস পত্র বেচি, হাঁটতে হাঁটতে বোঝাটা নিয়েই সবার বাড়িতে গেছি।
কেউবা কিনেছে কেউবা বলেছে পরে আসবেন ভাই, ঘরের কর্মে ব্যস্ত আমরা সময় কারোর নাই।
রোদের জ্বলন বৃষ্টি ভিজেই কাজটা করছি রোজ, ছেলে মেয়ে বউ সবার দায়টা আমার মাথার বোঝ।
দামটা পাইনি মনের মতোন যেমন চেয়েছি আমি, দেখার পরেই বলছে আমায় নয়তো এসব দামী।
তবুও বেচার চেষ্টা করেছি পাবার জন্য টাকা, একটাও যদি বেচতে না পারি জীবনটা হবে ফাঁকা।
ব্যবসা করাটা নয়তো সুখের কষ্ট অনেক আছে, চাকরীর মতো নেইতো আরাম যে যাই বলুক পাছে।

৫। নীতি মেনে লেখা

সব লেখা কি কবিতা হয় সকলে হয় কবি, চেষ্টা থাকে কলম দিয়ে তুলে ধরতে ছবি ।
ছন্দ দিয়ে মাত্রা রেখে লিখতে হবে লেখা, প্রতিদিনই লিখলে পরে যাবে একটু শেখা ।
বলতে হবে মনের ছবি সবার কথা ভেবে, পড়ার পরে পাঠক শ্রেণী মতটা তাঁরা দেবে ।
কবিতা হোক গল্পে ভরা ধ্যানটা থাকে যাতে, এমন লেখা পড়লে যেন মনটা ভরে তাতে ।
নামের থেকে গুণটা বড় এইটা কবি জানে, লিখতে গিয়ে নতুন লেখা তাইতো নীতি মানে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register