Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় বলরুমে পিয়াংকী

maro news
কবিতায় বলরুমে পিয়াংকী

আয়োজন

আয়োজনের নির্দিষ্ট কোন রং নেই । জলের প্রকৃতির সাথে সামঞ্জস্যতা রেখে , উৎসব-আয়োজন-অনুষ্ঠান ...আধার বেষ্টিত বর্ণময় ।
গণিতজ্ঞ না হয়েও সামান্য সরল অংকের হিসেবটুকু মাথায় রেখেও এ চরম সত্য নির্দ্বিধায় বলে দিতে পারো তুমিও ।
দিনযাপনের গাণিতিক মতে , বামপক্ষ আর ডানপক্ষ প্রমাণিত হলে অথবা অংকের শেষ ফলাফল শূন্যতে এসে ঠেকলে তবেই শুদ্ধতার সাইরেন কম্পিত হয় ,
মৃত্যুও তো উৎসব সেখানেও কর্ম এবং ফল পারস্পরিক প্রমাণিত ।
তাই তো অন্তিম যাত্রায় ,পুনর্জন্মের উদ্দ্যেশে , বিদায় প্রহর শেষে শ্মশানে আয়োজিত হয় মিষ্টিমুখ ॥
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register