ধুলোবালি জীবন কাটাতে গিয়ে মেখে এসেছি স্বর্ণকমলছাই , ভিতরে অহরহ চলে আগ্নেয়গিরির বিস্ফোরণ, আগুনের ভেতরে থাকা আগুন পুড়িয়ে দেয় কোমল প্রজাপতি মন,
দিন রাত ভেঙে পড়ে প্রতিদিনের অক্ষরমালা যাপনে ,এত সূক্ষ্মভাবে চাঁদও পোড়েনি কখনও জ্যোৎস্না বিলোনোর শেষে,
ভালোবাসার নগর খুঁড়লে বেরিয়ে আসে অজস্র কঙ্কাল, কোনোদিন স্বপ্ন বোনা জাল কেটে কবর স্নান করেছিল যারা তাদের তর্পণ হোক একবুক কান্নায়।
0 Comments.