Thu 18 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ১০)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ১০)

না - মানুষের সংসদ

১০
গান শেষ হলে হুলো দেখল দর্শকরা তখনও মোহের আবর্তে রয়েছে গানের সুরে সুরে । হুলো দীর্ঘ প্রস্তাবনা রাখার আগেই মাইক্রোফোন প্রায় কেড়েই নিল শেয়াল পণ্ডিত । সভাপতি টিকটিকির অনুমতিও সে নিলো না । হুলো রাগে ফুঁসতে লাগল তবুও মুখে কিছু বলল না । শেয়াল পণ্ডিত শুরু করল – পথ খুব বন্ধুর । মানুষের সঙ্গে আমাদের অনিবার্য লড়াই শুরু হয়ে গেল । টিকটিকি তখন বিনা মাইকেই বলে উঠল, শেয়াল শব্দগুলি শক্ত হয়ে যাচ্ছে । আরো সহজ করে বলো হে । শেয়াল তখন বলল, পথ খুব কঠিন । একের পর এক গাছ কাটা হচ্ছে । পলাশিপাড়ায়ও তাও আমরা শেয়ালেরা এখনও আছি । কতোদিন থাকতে পারব বলতে পারিনা । রাণি মৌমাছির ছোট্ট বুকটায় কেমন কাঁপুনি হল । শ্রমিক মৌমাছির দল থরথর করে কেঁপে উঠল । সভার দর্শকদের মধ্যে একটি হাঁস পরিবারও কিছুক্ষণ আগে এসেছে । মা হংসীটি বলল – মৌমাছিদের অপরাধ কি ছিল ! শেয়াল উত্তর করল – কিছুই না । তারা শান্তিপূর্ণভাবে নিজেদের বাসা নির্মাণ করছিল । বাবুই পাখিও কিছুক্ষণ আগে এসেছে । সে বলল – অসাধারণ নির্মাণ – কৌশল । আমারতো হিংসে হয় । মা হংসী তখন আবার বলল – তবে আগুন লাগলো কেন ! টিকটিকি এবার মাইক্রোফোন নিল । সে বলল – মানুষ চায় না – সে ছাড়া জীবজগতে আর কেউ থাকুক । হুলো বেড়াল সঞ্চালক কিন্তু কিছুই বলার সুযোগ পাচ্ছিল না । সভার স্বাভাবিক আইন-কানুন কেউ মানছে না । সে তখন বলল – এইসব কি হচ্ছে । সভার বিধি কেউ মানছে না । সভা শুরু করার প্রস্তাবনা করব আমি । নিয়ম-মাফিক সভাপতি মনোনয়ন হলে তিনিই সভা পরিচালনা করবেন । দর্শকের প্রতিক্রিয়া সভার শেষে নেবো আমরা । শেয়াল পণ্ডিত সম্মতি-সূচক মাথা নাড়াতে লাগল । তখন হুলো বলল – তুমিই তো নষ্টের গোড়া । নিজের ইচ্ছেমতন আগেই বলতে শুরু করলে । তখন টিকটিকি বলল – এসব কি হচ্ছে ! সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ । মানুষের সঙ্গে থাকতে থাকতে আমরা মানুষদের মতনই উচ্ছৃঙ্খল হয়ে উঠছি ।

(চলবে)

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register