৩৭.
সে বিকেল হোক কফির ধোয়ায় আকাশ,
সে হাসি লিখি আলগা লেখা খাতায়
সবুজ ভেসেছে চেয়ে থাকা দুই চোখে
অলিগলি শহর, আউট্রাম রোড
ময়দান ফেলে মেট্রো দিকে যেতে যেতে
তোমার খোঁপায় গুঁজে দিই হঠাৎ
নক্ষত্র ভাঙা মেঘনা জলের ফুল
৩৮.
একগুচ্ছ ফুল তোমার খাতার উপর - শব্দ লিখছে আলো
অনেকটা তোমার মনের আকাশ
শুনছো, ওই যে - বিদুৎ চমকালো
গাছের মধ্যে ঝুলে আছে এক নাম, মাটির গভীরে আবির্ভাবের লেখা,
আমাদের ঘর মেঘ মাটি জল শুধু,
হিমরাতে শুধু বৃষ্টির ছবি দেখা
0 Comments.