Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় মল্লিকা চক্রবর্ত্তী

maro news
কবিতায় মল্লিকা চক্রবর্ত্তী

১| আমার ঠিকানা!

দেখতে আমায় যেমন তেমন, হৃদয় খানা মোর বড়ো ; পৃথিবীটা সবই আমার, কেনো মনে হয় এমন তরো? রক্তের বাঁধনে সিমাবদ্ধ নই, এসব কথা মনেই থাকে ; শোনার লোক বলো কই! ভাবনাটা তুলে ধরছি, শোনো কেনো এমন তরো! স্টেশনে বললো কেউ ; বাড়ি তোমার কোথায় , তখন আমি গ্রামের নাম, বলবো থাকি যেথায়! আবার ধরো স্টেশন ছেড়ে, দূরে অনেকটাই, তখন কিন্তু স্টেশনটা বাড়ি আমার ভাই ! পশ্চিমবঙ্গ ছেড়ে যখন অন্য রাজ্যে যাবো ; তখন কিন্তু বাড়ির ঠিকানা, পশ্চিমবঙ্গে খুঁজে পাবো! ভারত ছেড়ে যখন, রাশিয়া দেবো পাড়ি ; পুরো ভারতটাই তখন, হবে আমার বাড়ি! পৃথিবীটা যখন শেষে, যাবো আমি ছেড়ে ; মাটির মায়া কাটিয়ে যাবো ; ডাক্তার গেলে হেরে ; মহাশূন্যো থেকে তখন, খুঁজবো পৃথিবীটা কে! এতোদিন আমি আমার, বাড়ি ভাবতাম যাকে!

২| ধন্য আমি

ছড়িয়ে ছিটিয়ে সবখানেই তুমি, এ কি আঁখি দিলে মোরে! সাবাস্, সাবাস্, সাবাস আঁখি মোর, বাহবা দিই শত তোরে। মোর কর্ণে প্রবেশে, তব বাণী সদা, তোমার তোমার জয়ধ্বনি ; সাবাস্ কর্ণ, সাবাস্ দিই তোরে, এটাই শ্রেষ্ঠ আমি মানি! হাত দুটি মোর ছুঁয়ে কেবলই , তব রাঙা চরণ দুটি ; কি আনন্দে নাচে মন প্রাণ , এ যে অপূর্ব অনুভূতি! পদদ্বয় নাচে তালে তাল দিয়া, দেখে তোমায় অনুপম ; নয়ন দুটি ঝলসে ঝলসে ওঠে, তব রূপ হেরি মনোরম্! তুমি ছাড়া কিছুই আর দেখিনা ; বুঝিতে চাহি না কিছু, তোমার কাছে নিঃস্ব হয়ে আমি, প্রভূ, তোমার নিয়েছি পিছু।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register