ঝিঁ ঝিঁ পোকার গানে
আমার শান্ত সন্ধ্যা কাটে
. নিজেকে বড় ছোটো মনে হয়
. নীরব সন্ধ্যার শুকতারার কাছে
আমি নতজানু হই বটগাছের কাছে
সত্য সুন্দরের আস্বাদন পেলে
. পদ্মের মত হৃদয় কুসুম ফোটে
আমি কখনও ঈশ্বর দেখিনি
মাঠে,ক্ষেতে, কল-কারখানায় কাজ করা
. পাইন গাছের মত উঁচু ভাবনার মানুষ
. শান্ত সমুদ্রের মত সেবাধর্মের গভীরতা
দুহাতে মাটি,কালি মেখে, ঘামে নেয়ে হাসছেন
জীবনের কারিগর, খিদে পেটে প্রশান্ত মুখে
. প্রতিটি দেশের প্রকৃত ঈশ্বর...
0 Comments.