Thu 18 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৯)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৯)

না - মানুষের সংসদ

চিত্রলেখা বলল – মন – ছাদে যাবি ! এককথায় রাজী হয়ে গেল মন । ছাদে উঠে ওরা দেখল এক পরিশ্রুত আকাশ । সাদা মেঘের গায়ে রোদ পড়ে ঝলমল করছে । জামা-কাপড় গুলি সত্যিই সব নোংরা হয়ে গেছে । অন্যদিন হলে কান্না পেত চিত্রলেখার । মনের ঠাকুরমা, ঠাকুরদা কেউ বেঁচে নেই । ঘরগুলি সাবেকি এবং বড়ো, বড়ো । মনের স্কুল ছুটি বলেই সময় কেটে যাচ্ছে ওকে নিয়ে । না হলে কাটতেই চায় না । চিত্রলেখা সামান্য কিছু জামা-কাপড় মনকেও ধরতে দিল । সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল – এবার রথ চালাবি না ! হ্যাঁ । আমি বানিয়ে দেবো রথ । খুশিতে হাততালি দিয়ে উঠল মন । মা – তুমি বানাবে রথ ! তাহলে তো দারুণ হবে । মনের বাবার রঙিন সুতোর একটা জামায় বেশ কাদা লেগেছে । ওরা কলতালায় এলো । অন্যদিন চিত্রলেখা মেয়েকে টিউবওয়েল টিপতে দেয় না । আজ দিল । ঝরঝর করে জল পড়তে লাগল । ফাঁকে ফাঁকে মন দেখে নিলো তার কাগজের নৌকো এখনও ভাসছে ।

( চলবে )

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register