Thu 18 September 2025
Cluster Coding Blog

আজকের লেখায় রতন বসাক

maro news
আজকের লেখায় রতন বসাক

জলের অপচয় নয়, সংরক্ষণ এখন থেকেই

আমরা সবাই এই কথাটি জানি যে পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল আছে । এতো বিশাল পরিমাণ জলের মধ্যে মাত্র ২.৫ ভাগ জলই বিশুদ্ধ যা মানুষের ব্যবহারের যোগ্য । আর এর মধ্যে বেশির ভাগ জলটাই বরফ হয়ে আটকে আছে । এর ফলে এখনো আমরা স্থলের দেখা পাচ্ছি ।
যাইহোক এখনো পর্যন্ত অন্য কোনো গ্রহে জলের সন্ধান পাওয়া যায়নি । তার জন্য অনুসন্ধান সারা বিশ্বে থেকে চালিয়ে যাওয়া হচ্ছে । কেননা এটাও আমরা জানি যে, জল থাকলে সেখানেই জীবনের সন্ধান পাওয়া যাবে । তাই আর অন্য কোনো গ্রহে জীবন আছে কিনা ? সেটা জানার অনুসন্ধান করেই চলেছে অনবরত আজকের আমাদের পৃথিবীর মানুষেরা ।
জল ছাড়া কোন প্রাণীই বেশি দিন বেঁচে থাকতে পারে না । গাছেরও প্রাণ আছে, সেটাও আমরা জানি তাদেরও অনেক জলের প্রয়োজন হয় । গাছ আমাদের বেঁচে থাকার রসদ জুগিয়ে চলেছে যুগ যুগ ধরে । জলের অভাবে তারা যদি মারা যায়, তাহলে আমরাও আর বেঁচে থাকতে পারবো না ।
এই রুক্ষশুষ্ক পৃথিবীতে জলই জীবন দান করে থাকে । এটা প্রমাণিত যে জল থেকেই জীবনের শুরু হয়েছে । জল না থাকলে জীবনের বিনাশ অাবশ্যম্ভাবীক । আমরা জানি যে বিশুদ্ধ জলের পরিমাণ খুবই কম । তবুও আমরা অনেকেই অবহেলায় অনেক বিশুদ্ধ জল দিনের পর দিন নষ্ট করে চলেছি ।
বৃষ্টির জলকে আমরা ছাদের উপরে কোথাও সংরক্ষণ করে রাখতে পারি আমাদের বিভিন্ন কাজের জন্য । এছাড়া নদী-নালা-খাল-বিল সব পরিষ্কার করে রাখতে হবে ভালো জল পাওয়ার জন্য । আমাদের আশেপাশে কোথাও খালি জায়গা পেলে সেখানে পুকুর কেটে তাতে বৃষ্টির জল সংরক্ষণ করা যায় । এইসব করার একটাই কারণ, তাহলো জল বাঁচাও জীবন বাঁচাও ।
বিশ্বের অনেক জায়গায় ইতিমধ্যেই জলের অভাব দেখা দিয়েছে । তাই জল এর সঠিক ব্যবহার ও সংরক্ষণ যদি আমরা না করি এখনই । তাহলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে আর কিছুদিনের মধ্যেই । জলই হলো জীবন ; জল ছাড়া জীবন চলতে পারে না । তাই আসুন আমরা আমাদের নিজেকে ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্যই । জলের অপচয় আর না করে সংরক্ষণের ব্যবস্থা করি এখন থেকেই ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register