ইদানীং, মৃত মানুষেরাও
সাহিত্য পাঠ করে
মৃত্যুর ওপারে
অণু-পরমাণুর
বোধহয়, কোনো জাতপাত থাকেনা
এমনকী, নির্দিষ্ট কোনো ল্যাঙগুয়েজও
অথচ , জীবিত গোষ্ঠীগুলির সঙ্গে
মৃত পাঠকের একটি ভাষাগত
ব্যবধান থেকেই যায়
নাসিক্যবর্ণে ঘোলাটে
আলোর থেকে কখনোই
সচ্ছতা আশা করা যায়না
0 Comments.