Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় বদরুদ্দোজা শেখু

maro news
কবিতায় বদরুদ্দোজা শেখু

গন্তব্য 

দিল্লী যাচ্ছি ভীষণ গরমে দিল্লী যাচ্ছি দ্বন্দ্ব-দ্বিধায় চেনা অচেনার গন্ধ পাচ্ছি , ভীষণ গরমে নবীশি শিক্ষায় দু'মাস কাটবে শ্রমে শিক্ষায় পূর্ণ হতেই হয়তো চাচ্ছি -- মহৎ নিষ্ঠায় মনের পৃষ্ঠায় স্বপ্ন হাঁটবে
যাচ্ছি যখন, অন্ততঃ কিছু দোস্তি জুটবে সভ্য সভায় নব্য সখ্যে মস্তি ফুটবে মস্তি না-হোক, স্বস্তি ফুটবে সূর্যগন্ধী-- ভবিতব্যের গন্তব্য কী যে ভাগ্যে জুটবে ভাবছি সেটাই ,ফতুর ভাগ্যের চতুর সন্ধি ।
উড়ে যায় মন রাধার মতন যমুনা জলকে , সকাল দুপুর বাজে বাঁশিসুর চলকে' চলকে' পল-পলকের দোলকে দুলছে ইচ্ছাপত্র যত্রতত্র পড়ছে ইচ্ছা ছলকে' ছলকে', ছলকে' পড়ছে বিক্ষিপ্তেচ্ছার দীক্ষাসত্র।
বন্ধুরা বলে, এবার তোমার জুটবে সঙ্গী জুটবে তোমার প্রেমের মানিক অন্তরঙ্গী , ছুঁয়ে যায় মন প্রিয় উচাটন স্বপন-তন্বী রঙীন সঙ্গী দেহ-বিভঙ্গে নীল বিহঙ্গী-- শ্যামল বরণ সুঠাম গড়ন ভরা লাবণ্যি ।
ধন্যি মানছি এই মন্ত্রণা , হয়তো মিথ্যে, তবুও এটাই গ্রহণ করছি সরল চিত্তে সরল চিত্তে উড়ছে বিরল প্রেমের পক্ষী উড়ছে প্রশ্ন মগ্ন মোহন মানস-বৃত্তে--- পাবো কি এতেই চির-চাওয়া সেই ধর্মলক্ষ্মী ??
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register