বেদ কোরান বাইবেল ত্রিপিটক
সব পড়ে ফেললে,
ভেদ করতে চাইলে সৃষ্টির অপার রহস্য !
জানতে চাইলে কী আছে মৃত্যুর পরে...
চোখ বেঁধে এনেছিল দস্যুর ডেরায়,
ফের কানামাছি হয়ে ফিরে যাওয়ার আগে..
ধীরে ধীরে অস্পষ্ট হতে থাকল
তোমার ঐ কোঠা - দালান, ধানের মরাই... দীঘি, পানকৌড়ি...
ঠিক সেই অর্ধচেতন কালে,
চিরসত্যের এক অস্ফুট আভাস পেলে বুঝি...
কীট পতঙ্গের চেয়ে মানুষের আয়ু
সামান্যই বেশি...
শুধু প্রকৃতি চিরন্তন, -
চন্দনের বিস্তৃত বনানী !
0 Comments.