নিরবে বই এর কাছে গিয়ে বসি ,
নিশ্চিত থাকি যে
নারীর মতোই , এই শীতলপাটি অঞ্চলের প্রতিটি পাতায় , একটা করে কবিতা লেখা আছে ।
তার ওপর ফুলের মতো ঝরে পড়েছে
কবিদের জীবন বা মৃত্যুর দায়ভার ,
একটা অক্ষরগন্ধ,ছায়া আর গুমোটে সমৃদ্ধ দেশ ।
এই আত্মশূন্য স্তব্ধতা ,
আমি মায়ের পেটে থাকা কালিন টের পেয়েছিলাম শেষ বার ।
0 Comments.