নীরব শরীরে এসে বসে কথা-বলা পাখি
নীরব সময় ঝুঁকে পড়ে কোলাহলের শহরে
আজ, লেখা হল না কিছুই
কাল চেষ্টা করা যাবে টেবিলে গোল আলোয়।
আলোর বৃত্তে শরীর
পাখিটি বেরিয়ে গেছে জানলা পেরিয়ে
কোথাও যাওয়ার আছে তার, পারেনি
ফিরেছে টেবিলে, কিছু বলছে, বড়ো অস্থির
কলম তুলে নিচ্ছে খাতায় তার কথা
আকাশ অংশত পুবদিকে ফরসা
পাখিটি শেষবারের মতো ডানা ঝেড়ে
লিখে রাখা যথাসর্বস্ব নিয়ে উধাও...
0 Comments.