Thu 18 September 2025
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়
কোরোনা নামক সংক্রামক ভাইরাস এসে গেছে কাছাকাছি । আমরা, এই দু হাজার সাল ছুঁয়ে থাকা মানুষেরা, মহামারীর ভয়াল রূপ দেখিনি সামনাসামনি এর আগে এ ভাবে । আমাদের প্রজন্ম আন্তর্জালকে আর তার সংগে যুক্ত সমস্ত প্রযুক্তিকে একেবারে চেটেপুটে পেয়েছে । আমরা সেই অহংবোধেই বুঝি ভাবছিলাম এ পৃথিবীর অধীশ্বর আমরা । সাত সমুদ্র তের নদী আর তাতে বাস করা মানুষ ছাড়াও আর যা কিছু স্থাবর জঙ্গম সবই আমাদের পায়ের তলায় নত হয়ে আছে বুঝি । আমরা যাকে ডাকি প্রকৃতি , নানা ভাষায় যার নানান রকম নাম , কেউ কেউ ঈশ্বর বলেও ডাকি যাকে , তাকে যে আমাদের প্রস্তরযুগের পূর্বপুরুষরা দিবারাত্রি মাথা ঠুকে প্রণাম জানাত তা খুব অযৌক্তিক ছিল না বোধহয়। তার অসীম ক্ষমতা আমরাও হাড়েহাড়ে টের পাচ্ছি এবারে । প্রকৃতির এই সংহারক রূপের মুখোমুখি দাঁড়িয়ে ও , ব্রহ্মান্ডকে শ্রদ্ধা জানানোর বিনয়টুকু দামি গয়নার মত বুকে আঁকড়ে রাখলাম। আর তার মধ্যেই লেখাজোখায় ছবি সুরে নিজেদের পাখনা মেললাম ভয়ের খাঁচা ভেঙে ফেলে। মৃত্যু এসে পাশে বসেছে বলেই প্রানের উচ্ছ্বাসকে ত বন্ধ হতে দেব না ।
নিজের মনের মধ্যে ঘট পেতে শ্রী রূপিনী প্রকৃতির পূজা করি। মাতৃশক্তিকে বলি রক্ষা করো। আর সলতে পাকাই দীপাবলির আলো জ্বালব বলে।

সোনালি

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register