কবিতায় তীর্থঙ্কর সুমিত
সকাল চাই
রোদ মাখা সকাল
একাকী দাঁড়িয়ে নীরবতার থেকে অনেকদূরে
গাছেদের অন্তিম নিঃস্বাস
বদলের সাথে বদলে যায়
জেগে থাকা যত ঘুম আজ
অন্যের ঠিকানায়
পথে পথে নেমেছে যুদ্ধ
বিশ্বাসে গেছে সময় বেঁকে
যুদ্ধের দামামা বেজে চলে
প্রত্যেকের...
একটা সকাল চাই।
0 Comments.