Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় নবকুমার মাইতি

maro news
কবিতায় নবকুমার মাইতি

*বাজাও তোমার পাঞ্চজন্য* *(কবি শঙ্খ ঘোষের স্মরণে)*

থেমে গেছে শঙ্খের বাদন চরাচরে নিরন্ধ্র অন্ধকার তবু শুনি পদধ্বনি সাহিত্য আকাশে বিবেক, বৈরাগ্য, মানবতার প্রতিবাদী স্বর! # # # "বোলো তারে শান্তি শান্তি" এই ছিল কবির দর্শন সৃজনের সুরলহরী আদিগন্ত প্রলম্বিত ভূমি ও ভূমার অন্বেষণ,জীবন জুড়ে সমৃদ্ধ বাংলা ভাষার অগণিত ধারা, সংস্কৃতির লালন # # # কবির মৃত্যু আছে,কাব্যের মৃত্যু নেই সুন্দরের মৃত্যু নেই,শব্দ-ব্রহ্ম চির অবিনাশী মৃত্যুঞ্জয় স্বর্গে প্রোজ্জ্বল তব সৃজন লীলা আপসহীন সংগ্রাম, মৈত্রী ও প্রগতির সুর চির শাশ্বত সুন্দর! বিশ্বব্যাপী ধ্বংস-মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে আজ একটিবার বাজাও তোমার ভুবন মোহিত পাঞ্চজন্য শঙ্খ শ্মশান ও কবরস্থান সর্বত্র শোক ও সন্তাপ ভুলে শশাগরা পৃথিবী পাবে দিব্য জীবন, প্রেমের অমরাবতী!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register