কবিতায় রত্না দাস
শুধু ফানুস
যাপিত জীবনে অবিন্যস্ত স্থবিরতার গ্রাস। চারধারে আবর্জনার স্তুপ। আপাতকঠিন দুর্ভেদ্য দেয়াল... কিছু যায় না লেখাজোখা।
মানুষ কোথায়!
পাওয়া যেতে পারে প্রাগৈতিহাসিক ভিড়ে।
...এখন শুধুই ফানুস — ফা়ঁপানো ফোলানো ।
বধূহত্যার প্রামাণ্য দলিলে এদের আত্মগর্বী মুখ দেখা যায়।
যদিও সব হত্যা দৃশ্যমান নয়...
... অদৃশ্য হত্যাও কিছু হয়ে থাকে।
0 Comments.