Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় বর্ণালী মুখার্জী

maro news
কবিতায় বর্ণালী মুখার্জী

একা

শৈবালের মতো ভেসে যায় প্রেম , ভেসে যায় মিথ্যা প্রতিশ্রুতি,, ভেসে যায় মোহ কামনা বাসনা ; ভেসে ভেসে চলে যায় বিশ্বাস অবিশ্বাস।। ব্যথা আছে মনে, আছে গভীর ক্ষত - তাও বেশ ভালো আছি, চলছি অনবরত। এতো আয়োজন ভালোবাসার - ভালোলাগার মতো ; তাও কেন তাল কেটে যায় একা থাকি যতো।। ডানায় ভর করে উড়ি একা দূর নীল আকাশে , আকাশের নীলিমায় খুঁজে ফিরি মনের মানুষকে ; গাছের মতো মেলে ধরি নিজেকে - মেলে ধরি ইচ্ছা ভালবাসা যন্ত্রণাকে।। অভিমানগুলো মেঘ হয়ে উড়ে যায় আকাশের ছায়া পথে, ছায়াশীতল ঘর বাঁধি নিস্তব্ধ পাহাড়ের বুকে ; একা -- একা, বড্ড একা আমি অগুনতি মানুষের ভিড়ে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register