Thu 18 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৫)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৫)

না - মানুষের সংসদ

ছোট্ট একটা পাখি তখন পাতা থেকে চুঁইয়ে পড়া বৃষ্টির জলে চান করছে । পক্ষীরাজকে না পেয়ে আর বাবার অন্যমনস্কতার সুযোগে মন একটা কাগজের নৌকা তৈরি করে ফেলেছে । আবার বৃষ্টি নামল ঝমঝমিয়ে । বৃষ্টি তার গায়ে পড়তেই বুধু টগবগ টগবগ শব্দ করে শান বাঁধানো রাস্তায় এলোমেলো ছুটতে শুরু করল । তাই দেখে মন খুব মজা পেল । সে হাততালি দিয়ে উঠল । বিমান এবার রেগে গেল মেয়ের ওপর । কি কাণ্ডটা করলি তুই ! সুখেনকাকা যদি বুধু কে আর খুঁজে না পায় ! এবার মন বলল, বুধু তো আসলে পক্ষীরাজ ঘোড়া । আমি ছাড়া আরো একজন জানে । কে সে ? সিংহি মামা । এইসময় মনের ‘মা’ চিত্রলেখা ঘরের বাইরে বেরিয়ে এসেছে বৃষ্টি দেখবে বলে । বিমান বলল, মন – তুই চল্লিশটা অংক শেষ করেছিস্ ! চিত্রলেখা বলল – কয়েকটা করেই বলল হাত ব্যথা করছে, বাবার কাছে যাব । এখানে এসে থেকেই ডাকছে – পক্ষীরাজ, পক্ষীরাজ । চিত্রলেখা বলল, মন – তোকে কে বলেছে পক্ষীরাজের কথা ! সেই দাদুটা – কোলকাতার দাদু । বিমান কিছু বলতে যাচ্ছিল, চিত্রলেখা ইশারায় চুপ করতে বলল । তুমি কি করে তাঁকে দেখলে ! বাঃ – কাল রাতে স্বপ্নে

( চলবে )

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register