Thu 18 September 2025
Cluster Coding Blog

শারদীয় গদ্যে ইন্দ্রজিৎ সেনগুপ্ত

maro news
শারদীয় গদ্যে ইন্দ্রজিৎ সেনগুপ্ত
সংস্কৃত মন্ত্রে যা অনেকেই বুঝে উঠতে পারিনা, একটু বাংলা করে বোঝা যাক

শ্রী দুর্গার অষ্টোত্তর শতনাম

অয়ি দুর্গা ১। দুর্গতিনাশিনী ২। মহিষাসুরমর্দিনী ৩। আদ্যা  ৪। নারায়ণী ৫। এসো রৌদ্ররূপে। তুমি চামুণ্ডা - মুণ্ডমালিনী ৬। চণ্ডমুণ্ডবিনাশিনী ৭। শুম্ভ-নিশুম্ভহননী ৮। এসো ঘোররূপে। অয়ি দক্ষকন্যা ৯। দাক্ষায়ণী ১০। দক্ষযজ্ঞবিনাশিনী ১১। আর্যা ১২। ব্রহ্মাণী ১৩। এসো বুদ্ধিরূপে। তুমি সর্বাস্ত্রধারিণী ১৪। সর্বাসুরবিনাশিনী ১৫। মধু - কৈটব ঘাতিনী ১৬। এসো নিদ্রারূপে।
অয়ি ভবানী ১৭। ভবমোচনী ১৮। প্রত্যক্ষা ১৯। শূলধারিণী ২০। বলপ্রদায়িনী ২১। এসো ক্ষুধারূপে। তুমি কলমঞ্জীররঞ্জিনী ২২। সত্যানন্দস্বরূপিণী ২৩। পিনাকধারিণী ২৪। এসো ছায়ারূপে। অয়ি অনেকাস্ত্রধারিণী ২৫। সর্বদানবঘাতিনী ২৬। কন্যা ২৭। কাত্যায়নী ২৮। এসো শক্তিরূপে। তুমি কালরাত্রি ২৯। তপস্বিনী ৩০। সর্ববাহনবাহনী ৩১। ব্রহ্মবাদিনী ৩২। উত্‍কর্ষিণী ৩৩। এসো তৃষ্ণারূপে।
অয়ি ঐন্দ্রি ৩৪। শিবদূতী ৩৫। ভাবিনী ৩৬। সাধ্বী ৩৭। সতী ৩৮। বুদ্ধিদা ৩৯। পুরুষাকৃতি ৪০। এসো ক্ষান্তিরূপে। তুমি ভব্যা ৪১। ভবপ্রীতা ৪২। অভব্যা ৪৩। চিতিঃ ৪৪। চিতা ৪৫। মতঙ্গমুনিপূজিতা ৪৬। এসো জাতিরূপে। অয়ি সুরসুন্দরী ৪৭। জয়া ৪৮। দেবমাতা ৪৯। রত্নপ্রিয়া ৫০। চিত্তরূপা ৫১। বিষ্ণুমায়া ৫২। এসো লজ্জারূপে। তুমি প্রৌঢ়া ৫৩। অপ্রৌঢ়া ৫৪। অমেয়বিক্রমা ৫৫। ক্রূরা ৫৬। জ্ঞানা ৫৭। বুদ্ধি ৫৮। অহঙ্কারা ৫৯। এসো শাস্তিরূপে।
অয়ি নিত্যা ৬০। সত্যা ৬১। অনন্তা ৬২। কৈশোরী ৬৩। বৃদ্ধমাতা ৬৪। চিত্রা ৬৫। ত্রিনেত্রা ৬৬। এসো শ্রদ্ধারূপে তুমি পট্টাম্বরপরিধানা ৬৭। বহুলা ৬৮। বহুলপ্রেমা ৬৯। বারাহী ৭০। অনেকবর্ণা ৭১। এসো কান্তিরূপে অয়ি বনদুর্গা ৭২। জলোদরী ৭৩। লক্ষ্মী ৭৪। পরমেশ্বরী ৭৫। ব্রাহ্মী ৭৬। কুমারী ৭৭। এসো লক্ষ্মীরূপে। তুমি মুক্তকেশী ৭৮। মহাবলা ৭৯। রৌদ্রমুখী ৮০। অগ্নিজ্বালা ৮১। অপর্ণা ৮২। বিমলা ৮৩। এসো বৃত্তিরূপে।
অয়ি সর্ববিদ্যা ৮৪। সদাগতি ৮৫। সুন্দরী ৮৬। যুবতী ৮৭। যতি ৮৮। পাটলা ৮৯। পাটলাবতী ৯০। এসো দয়ারূপে। তুমি সাবিত্রী ৯১। কৌমারি ৯২। মহাতপা ৯৩। মাহেশ্বরী ৯৪। মাতঙ্গী ৯৫। মহোদরী ৯৬। এসো তুষ্টিরূপে। অয়ি মনঃ ৯৭। সর্বমন্ত্রময়ী৯৮। ক্রিয়া ৯৯। সর্বশাস্ত্রময়ী ১০০। ভাব্যা ১০১। চিন্ময়ী ১০২। এসো মাতৃরূপে। তুমি ভদ্রকালী ১০৩। শাম্ভবী ১০৪। করালী ১০৫। বৈষ্ণবী ১০৬। চিন্তা ১০৭। চন্দ্রঘন্টা ১০৮। এসো ভ্রান্তিরূপে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register