এখন নাহয় দুপুর বটে,
না বলা কথা উথলে উঠে,
তোর সাতে বা আমার পাঁচে -
একটুখানি বাতাস লাগুক,
বলনা!
পথ আমারও অবশিষ্ট,
চেনা খেলা কিছু পদপিষ্ট,
তবু পা বাড়িয়ে চল ছুটে যাই,
লাফ দিয়ে ওই উঠোন পার হই -
চলনা!
বলেছিলি, সাথে মেলায় যাবি -
চলনা।
যাওয়ার পথে পড়বে চোখে,
পথের ধারে লোকের মুখে,
আমাদের সেই ফেলে আসা,
সহজ গল্প, সহজ ভাষা,
স্বপ্ন বুনছে আরো অনেকে,
জলছবি আর খেলনা।
আমরা আজকে রোদবেলাত,
পথ হারিয়ে চল মেলাতে,
থমকে নাহয় পথ চলাতে,
বসব মাঠে, আলগা ঢঙেই,
সেই কথাটাই বলনা।
সাধ হয়েছে মেলায় যাবো,
তুইও সাথে চলনা।।
৪| কালের কথা
দশ বছরের বাচ্চা মেয়েটা,
হারিয়ে গেছে!
ওই গাছের গুঁড়ির গায়ে নোটিশ,
সাঁটা আছে।
ভাবছি মেয়ে নেহাৎ যদিই
ফিরেই আসে,
আবার কি সে খেলবে মাঠের
সবুজ ঘাসে?
চোখ বেঁধে সে দৌড় দেবে,
কানামাছি,
খোলা চোখে ও, সব কি চেনা,
কাছাকাছি?
শুধাবে কি, বুড়ির কথা
চাঁদ দেখিয়ে?
নাকি মায়ের কানের উপর
ঠোঁট ঠেকিয়ে -
বলবে কিছু জানা কথা,
হারিয়ে ফিরে,
মা কে ছাড়া সব চিনেছে,
সমাজ ভিড়ে!
কে বা কাছের, কে বা দূরে,
দাদা-কাকা;
হাটে-ঘাটে-বাটে হাওয়ায়,
ভাসছে টাকা।
আর যদি বা ভুল হয়ে যায়
অনুমানে,
কুন্তিও ভুল ভাসিয়েছিলেন,
হারিয়ে ফেরার অভিমানে।
হারানোটা বিপত্তি নয়,
কোনো কালে,
গান্ধারীরা পুত্রস্বার্থ,
রাখে আগলে।।
0 Comments.