Thu 18 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৪)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৪)

না - মানুষের সংসদ

ফলে ১ মিনিট নীরবতার পর পুরুষ কোকিলের খাম্বাজ শুরু হল । সে কি রাগ আর সুরের মূর্ছনা । রাণি মৌমাছির চোখে তখন জল । শ্রমিক মৌমাছির দলও কাঁদছিল । সুরে সুরে যেন অনেক কথা বলা হয়ে গেল ।
‘পক্ষীরাজ, পক্ষীরাজ ডাকছিল মন । তার সেই ডাক শুনে বৃষ্টি নামল ঝমঝমিয়ে । বাবা বলল, যা মন – বৃষ্টিতে ভিজলে আবার তোর জ্বর হবে । মা তখন রাগ করবে । মনের বাবার কথা শুনে বৃষ্টি গেল থেমে । আবার রোদ উঠল ঝলমলিয়ে, তবে সেই রোদে তাত নেই । মন আবার ডাকল – পক্ষীরাজ, পক্ষীরাজ । পক্ষীরাজ এলো না ঠিক কিন্তু এলো বুধু । সে এসে বিমান অর্থাৎ মনের বাবার দোকানের সামনে চিঁচিঁ করতে থাকল । মন তখন বলল, বাবা – বুধুই কি তবে পক্ষীরাজ! জ্যোৎস্না রাতে ওর কি ডানা গজায় ! বিমান রাগ করে বলল, বুদ্ধু মেয়ে একটা । এসব আজগুবি তোকে কে বলেছে ! কৈলাস বোস লেনের সেই দাদু ! বিমান বুঝতে পারল না, মনেও করতে পারল না কাউকে । সে একটু বিরক্তি নিয়ে বলল – কোন দাদু! সেই কোলকাতার দাদু । মাথায় সব সাদা চুল, আমায় চুমু দিয়েছিল । আইসক্রিম কিনে দিয়েছিল । এবার বিমানের মনে পড়ল। তার মায়ের এক মামা । বিমানরা দাদু বলে । মনও দাদু বলে ডাকে । এরপর চমকে উঠল বিমান । সেই দাদুতো বেশ কয়েকদিন হল মারা গেছেন ।

চলবে

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register