ছাতের মাটিতে সকলের ছেঁড়া রুটি,
কাকটা আসেনি, বায়ুদূষণের ছুটি।
অথবা হয়তো ছাই-সাদা এই ধোঁয়াশা,
উড়তে না পেরে, নিথর সঙ্গ হতাশা।
সাফাইওয়ালা, গেল রাস্তায় জল ছিটিয়ে,
কুকুরটা তবু বসেই থাকলো সিঁটিয়ে;
নির্বাক, আর ঘাড় তুলে তুলে দেখে
মানুষ কেমন বিষিয়েছে হাওয়াটাকে।
চমকিয়ে উঠে কখনো বা ওঠে ডেকে,
কাশির কোরাস সব বারান্দা থেকে।
আমার ও তো আজ হলনা সূর্যপ্রণাম,
আড়াল সূর্য, উন্নয়ন আর আকাঙ্ক্ষার-ই ইনাম।।
0 Comments.