Mon 17 November 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৩)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৩)

না - মানুষের সংসদ

তাই দেখে ‘টোপর’ ফিক করে হেসে দিল । গায়ে জলুনি ধরলেও শেয়াল সভার মাঝখানে নিজের ক্রোধকে সংযএক্সত রাখল । মঞ্চ সঞ্চালনায় এলো হুলো বেড়াল । তার গলায় বেশ তেজ । একে একে উঠলেন সম্পাদক শেয়াল পণ্ডিত, সভাপতি টিকটিকি, বিশেষ অতিথি কড়ুইঝুঁটি এবং নিপীড়িত দলের প্রতিনিধি এক রাণি মৌমাছি । দর্শকের আসনের সর্বাগ্রে বসল শ্রমিক মৌমাছির দল । স্বজন – হারানোর ব্যথা তাদের চোখেমুখে । একদম শেষে দাঁড়িয়ে রইল বুধু ঘোড়া এবং তার পীঠে বসে রইল গুটিকয়েক যুবক যুবতী সাদা, কালো, ধূসর বর্ণের পায়রার দল । হুলো গলা ঝেড়ে নিয়ে সঞ্চালনা শুরু করতে যাবে এমনসময় অনাহূত দুটো কোকিল মঞ্চে এসে হাজির হল । একজন পুরুষ, একজন স্ত্রী কোকিল । স্ত্রী কোকিল সভাপতি টিকটিকির দিকে তাকিয়ে বলল, ‘ও’ গাইবে । রাগ খাম্বাজ । সচিব শেয়াল বলে উঠল, এতো বেলায় খাম্বাজ । এই রাগটা ‘ও’ নতুন শিখেছে । না – মানুষের সংসদের গুণিদের সামনে পেশ করতে চাইছে । সভাপতি টিকটিকি বলল – কিন্তু এ – যে একরকমের লোকসভা । যদিও আমাদের সংবিধানে নেই, গণতন্ত্রও মানুষের মতো প্রতিষ্ঠা হয়নি, তবুও . . . . তখন নাছোড়বান্দা স্ত্রী-কোকিল বলল, এক মিনিট নীরবতা পালনের পর না হয় গাইবে । শ্রমিক মৌমাছিদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল । সভার গাম্ভীর্য নষ্ট করে দেওয়া হচ্ছে । প্রথম থেকেই লঘু ছন্দে শুরু হবে । কোকিল-দ্বয় আসাতে পাখির ঝাঁক সভায় এসে হাজির হল । দোয়েল, ময়না, শ্যামা, টিয়া, ফিঙে । তারা সকলেই একযোগে কিচির-মিচির করে বলে উঠল, গান গান । রাগ খাম্বাজ ।

চলবে

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register