Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় বলরুমে শ্যামল মজুমদার

maro news
কবিতায় বলরুমে শ্যামল মজুমদার

ডাক পিয়ন ও মেয়েটি

কবে থেকে যেন ধুলো জমে গেছে খামে সময় আটকে, হয়নি কো আর পড়া, জল থইথই আমাদের ছোট গ্রামে পিয়ন আসার সেই শেষ মহড়া -
খোলা জানালায় ফাঁকা মাঠ দেখা যেত রাখাল বালক হাসতো জানালা ঘেঁষে, দূরবীন চোখে আমি তাই অবিরত খবর ছুঁতাম পিয়নের দূর দেশে ।
আজ চিঠি খুঁজি শার্সি কাঁচের ভিতর হাত নিশপিশ! থেমে গেছে কোলাহল, হঠাৎ চমকে, খুঁজে পাই ছোট ঘর -- বৃদ্ধ সহিস, পুরোনো আস্তাবল...
রোদ বেঁচে আছে হলুদ পাখির ডানায় খবরেরা মৃত ,পাতাঝরা এসে গেছে ; শীতকাল গেছে নতুন পশম কেনায় - এ খবর কি পিয়ন জেনে গেছে?
পাখিদের সাথে যে মেয়েটি হেঁটে যেত শুনেছি এবার শ্রাবণেই তার বিয়ে, সে খবর পেয়ে ঘাসেরা লজ্জানত বৃষ্টির লোভে এমন অসময়ে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register