আমি মৌমাছির দান, স্বাদে মধুর।
পাখির কণ্ঠে আমি সুর।
লাজুক ঘোমটা আমি নব বধূর।
আমি ঐ আকাশ, সুদূর।
শ্রী চরণ আমি প্রভুর।
আমি সুখ স্মৃতি কভুর।
আমি পুজোর প্রসাদ, লাড্ডু-মতিচুর।
সোহাগিনীর হাতে আমি স্বর্ণ-চুর।
আঙুলের শোভা রতনচুর।
আমি আবেগ, ভরপুর।
আমি বনেদীর অন্তপুর।
আমি যুধিষ্ঠিরের অন্তিম সঙ্গী কুকুর।
সূর্যের রথের সপ্ত অশ্বের ক্ষুর।
মঙ্গলবার
মঙ্গলবার আজ।
মায়ের অঙ্গে রক্তিম সাজ।
শিরে জয়-তাজ;
মন্দিরে করছেন রাজ।
অসুর নাশই তাঁর কাজ
তিনি বলেন, ও হৃদয়, বাজ!
উনিই শান্তির সমাজ;
উনি নারীত্বের সম্ভ্রমলাজ।
উনিই আবার প্রতিবাদী আওয়াজ।
ওনার পরিচালিত যুদ্ধের ময়দানে কুচকাওয়াজ।
সতী পত্নীকে পতি শিব করেন সদাই প্রেমের তোয়াজ
0 Comments.