Thu 18 September 2025
Cluster Coding Blog

গ এ গদ্যে উত্তীয় ভট্টাচার্য

maro news
গ এ গদ্যে উত্তীয় ভট্টাচার্য

গত এক বছরে ফেসবুকে যা যা বাজে কাজ করেছি:

1. একজন মহিলা বেনারসী, সিঁদুর, নথ, দুল, জড়োয়া হার সহ নববধূর যতরকম গহনা সম্ভব,সবগুলো ঝুলিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেছে । আমি ভাল মনে তাতে কমেন্ট করলাম : "কংগ্র্যাটস দিদি ! পরের বছর গুড নিউজ দিও।" সে গালাগাল দিয়ে কমেন্টটা ডিলিট করে দিল । পরে বুঝলাম যে ওটা ব্রাইডাল শুট ছিল; বিয়ে না।
2. কে একটা সিঙ্গল ম্যাট্রিমনি ও একই রকম অন্যান্য গ্ৰুপে অ্যাড করে দিয়েছিল । আমিও বেজায় আনন্দে সুন্দর সুন্দর সব ছবি দেখছিলাম । একদিন দেখি এক নারী তার এক ছেলে বন্ধুর জন্য পাত্রী চাই বিজ্ঞাপন দিয়েছে । মানে একদম সিরিয়াস পোস্ট । পোস্টের ভাবখানা এমন যে তার বন্ধুটির মতো পাত্র আর হয় না । এক দাদার কথায় বার খেয়ে সেখানে কমেন্ট করলাম : "দিদি আপনি কি দালাল?" পোস্টে লাইকের চেয়ে আমার কমেন্টে হাহা বেশি। তারপর থেকে পোস্টটা আর খুঁজে পেলাম না ।
3. ক্রাশের সাথে সিনেমা নিয়ে আলোচনা হচ্ছিল । কথায় কথায় জানলাম যে সে এখন স্পাইডারম্যান টু সিনেমা দেখছে এখন । আমি বললাম, "বাহঃ দেখো ।" সে বলল , " এই শোনো না , সিনেমাতে আয়রন ম্যান কখন আসবে গো ? ওকে দেখার জন্যই সিনেমাটা চালিয়েছি । হি ইজ সো হ্যান্ডসাম । " আমি নিজেকে খিস্তি মারতে মারতে তাঁকে ক্রাশ-লিস্ট থেকে বিদায় করলাম ।
4. "যার বাবার আইসক্রিমের ব্যবসা আছে , আমি তাকেই বিয়ে করব ।" সিঙ্গল গ্রূপে আরেক রমণীর পোস্ট । আমি ভাবলাম কমেন্ট করব , "দিদি কোন ফ্লেভার ? চকোলেট?" করতে গিয়েও করলাম না । কেন করলাম না সেটা আর বললাম না। পাঠক নিজেই বুঝে নেবেন আশা করি।
5. একটা ছেলে পোস্ট করেছে , "আমার একটা বিশাআআআআআআল বড় মন আছে । " তাতে মেয়েরাই যা চাটন দিয়েছে যে আমিই আর কমেন্ট করার সাহস পাইনি । মন বড় ভালো কথা , কিন্তু মনের সাথে ছন্দ মিলিয়ে অন্য জিনিসটাও তাঁদের বড় চাই । সে বেচারা আর রিপ্লাই-ই করেনি ভয়ে । আমিও ফাঁক বুঝে কমেন্টগুলোতে টুক করে গিয়ে হাহা মেরে এসেছি ।
পাপের সাগরে ডুবে আছি ভাই। মরেও শান্তি পাব না।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register