- 4
- 0
লং ডিস্টেন্স রিলেশনশিপ
অনুরাগ ও অনুপমার প্রায় চার বছরের লং ডিসটেন্স রিলেশনশিপ। চলুন আজ তাদের ফোনে আড়িপাতা যাক…
অনুপমা হ্যাঁ বলো… অনুরাগ কি করছেন ম্যাডাম? অনুপমা কিছু না এইতো বসে আছি… অনুরাগ ও আচ্ছা কিছু খেয়েছো? অনুপমা এইতো টিফিন করলাম… অনুরাগ আচ্ছা আচ্ছা বলো… অনুপমা জানতো আজ সকাল থেকে আমার একটা কথা মনে হচ্ছে… অনুরাগ তাই নাকি কি কথা শুনি? অনুপমা তোমার সাথে আমার পরিচয়ের কথা… অনুরাগ আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো আমারও তো মাঝে মাঝে মনে পড়ে মাঝে মাঝে কেন সব সময় মনে পড়ে আমাদের সেই পরিচয় থেকে তুমি যে কবে এতটাই পরিচিত হয়ে গেলে আজও ওটাই ভাবি.. অনুপমা আমিও ওটাই ভাবছিলাম সারাদিন তোমার সাথে কথা হয়েছে কারণ আজ তো রবিবার তুমিও বাড়িতে। কিন্তু তাও যেন হঠাৎ করেই মনে পড়ে গেল… অনুরাগ কি ভাবছিলে আর কি মনে পড়ল? অনুপমা ভাবছিলাম হঠাৎ করে ফেসবুকের আলাপ সেখান থেকে দুজন দুজনকে চেনা দুজন দুজনকে জানা… সত্যি বলতে কি, জানোই তো, ফেসবুকে আমার অনেক রিকুয়েস্ট আসতো সেটা তুমিও জানতে তোমাকে আমি দেখিয়েছি কারো ফ্রেন্ড রিকোয়েস্ট সেভাবে একসেপ্ট করতাম না কিন্তু তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে একসেপ্ট করে নিয়েছিলাম হয়তো এটাই হওয়ার কথা ছিল ।সেই অচেনা মানুষটা আজকে আমার সবথেকে কাছের সবথেকে চেনা মানুষ হয়ে উঠলো। অনুরাগ আমিও কোনদিন কোনো মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি। কিন্তু এই যে তোমায় দেখলাম, কি হলো জানি না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম… তারপর থেকে গল্প আর তারপরে ভালোলাগা ভালোবাসা সব তৈরি হয়ে গেল। অনুপমা জানোতো অনেকেই ভাবে এই লং ডিস্টেন্স রিলেশনশিপটা হয়তো বেশিদিন থাকবে না কিন্তু কেন বলতো? অনুরাগ জানিনা এটা একেকজনের কাছে একেক রকম সংজ্ঞা হতে পারে… অনুপমা হ্যাঁ ঠিকই বলেছ দেখো আমার কাছে মোট কথা হলো লং ডিস্টেন্স হোক বা শর্ট ডিস্টেন্স তার মধ্যে বিশ্বাসটা ভীষণভাবে রাখা দরকার। আর অবশ্যই তার সাথে সাথে ধৈর্য। অনুরাগ হ্যাঁ, এটা ঠিক বলেছো তোমার আমার ধৈর্য আছে এটা কিন্তু বলতেই হবে। তোমার আমার শুধু নয়, যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে তাদের কিন্তু ধৈর্যটা ভীষণভাবে দরকার, যদি না থাকে তাহলে কিন্তু এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেই না। অনুপমা হ্যাঁ সেটাইতো তোমার সাথে আমার অনেক মাস প্রায় দুমাস তিন মাস পর আবার তো অনেক সময় ছ’মাস পরও দেখা হয়। কিন্তু ওই যে ধৈর্য বিশ্বাস এগুলোর জন্যই তো আজকে আমরা একসাথে রয়েছি তাই না? অনুরাগ হ্যাঁ সেটাই তুমি যেমন আমায় দেখতে পারো না আমিও তোমায় দেখতে পারি না তাই তো তোমাকে দেখার জন্য ছ’মাস বা তিন মাস হোক, ঠিক ছুটে যাই… অনুপমা হ্যাঁ মশাই এটাই তো ভালোবাসা। আপনি ভালবাসেন তাই অতদূর থেকে আমার জন্য ছুটে আসেন। হ্যাঁ মানছি যে আমার যখন ইচ্ছে হয় তোমার সাথে কথা বলবো, তোমার সাথে ঘুরতে যাবো, সেটা করতে পারি না কিন্তু কি বলতো তোমাকে ফোন করি ভিডিও কলে দেখি সেটাতেই মনে হয় আমার শান্তি। অনুরাগ হ্যাঁ একদম যা বলেছো তোমাকে হয়তো সামনাসামনি দেখতে পারি না কিন্তু ওই যে তোমার মতনই কথা। তোমার কথাটাই বললাম ভিডিও কলে দেখি তাতেই মনে হয় তুমি আমার সামনে আছো। অনুপমা হ্যাঁ ওটাই কিন্তু কি বলতো? আমরা হয়তো সবার মতো রাস্তায় দাঁড়িয়ে বা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি না কিন্তু তুমি অফিস থেকে কখন আসবে তারপরে তোমাকে মোবাইলে দেখিয়ে তার পরে এক সাথে ভিডিও কলে দুজনে বসে খাবো এটাই তো আমার কাছে অনেক অনেক বেশি শান্তির তাই আমাদের ভালোবাসাটা সবার থেকে আলাদা। তাই না বলো? অনুরাগ আমি যেমন অফিস থেকে তাড়াতাড়ি দৌড়ে এসে তোমাকে আগে ভিডিও কল করি কারণ সারাদিন তোমায় দেখতে পাই না তাই। তারপর ফ্রেশ হতে যাই। অনুপমা হুম সেটা তো আমি জানি যখন মন খারাপ হয় তখন তোমার সাথে ফোনে মন খারাপের কথাগুলো শেয়ার করি আর তুমি যখন বলো যে মন খারাপ করবে না আমি তো আছি তার থেকে বড় কথা আর কি হয়। আর তার থেকে বড় শক্তি আর কিছু নয় আমার কাছে। অনুরাগ থাক থাক হয়েছে আর বলতে হবে না। অনুপমা এই যে দেখেছ কিছু বললেই তুমি এমন বলো যেটা সত্যি সেটাই তো বললাম… অনুভব আর প্রশংসা করবেন না ম্যাডাম কারণ আমিও সারাদিন পরিশ্রমের পর রাতে এসে যখন তোমার গলা শুনি সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায়। অনুপমা জানো তো মাঝে মাঝে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে সবাই লং ডিস্টেন্স রিলেশনশিপ করতে পারে না বস। আর যারা পারে তারা সত্যি সত্যি জয়ী। অনুপম থাক থাক তোমাকে আর চিৎকার করে বলতে হবে না। অনুপমা নানা সত্যি আমরা একে অপরকে এত দূর থেকে মনের চোখ দিয়ে দেখতে পারি, ভাবো তো এত দূরে থেকেও আমাদের অনুভব একই। অনুরাগ আচ্ছা ঠিক আছে এবার থামো। অনুপমা আচ্ছা ঠিক আছে চুপ করলাম। অনুরাগ রাগ করলে নাকি বললাম বলে? অনুপমা না না কেনই বা রাগ করবো? রাগ করে হবেই বা কি? থাকো অনেক দূরে রাগও দেখাতে পারব না তাই রাগ করে কোন লাভ নেই… অনুরাগ বুঝলাম ম্যাডামের রাগ হয়েছে। আচ্ছা ঠিক আছে আপনি বলুন আমি শুনি যাচ্ছি… অনুপমা না আর শুনতে হবে না দেখতে দেখতে চার বছর হয়ে গেল ওটাই আমি ভাবছি… অনুরাগ আচ্ছা আচ্ছা বেশ বুঝলাম আর তো মাত্র একটা বছর তারপরে সব দূরত্বের অবসান হবে… অনুপমা হুমম… এভাবে অনুরাগ অনুপমার কথোপকথন চলতে থাকে এবং তাদের এই সুন্দর ছোট্ট লং ডিস্টেন্স রিলেশনশিপটা একদিন পরিণতি পায়। গল্পটা তোমাদের কেমন লাগলো জানিও। আর অবশ্যই যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো তারা কিন্তু অপরপ্রান্তে থাকা মানুষটার উপর বিশ্বাস রেখো। তবে কিন্তু ভালোবাসা আরো সুন্দর হবে।
0 Comments.