- 39
- 0
বা বা কোন রকম সমালোচিত হওয়ার মতো খারাপ কাজ করেননি। লাইফ স্টাইলটি বিজোড় হতে পারে, ইন্তু তিনি যাই করেছেন সবগুলি নিয়েই তার জীবন। তবে মকবুল ফিদা হুসেন প্রতিটি ভারতীয় শিল্পীর চেয়ে পরিমাণে ও গুণগত মানে বেশি ছবি এঁকেছিলেন।
হুসেন যেখানে সেখানে বসে ছবি আঁকতেন।
তারপর ইচ্ছেমত পছন্দের রঙ দিয়ে ভরতেন ভারী পোছ বা ইম্পেস্টোর মত করে। কোন টোনাল কোয়ালিটির ধার ধারতেননা সীতা এঁকে না বোঝানো গেলে পাশে সীতা লিখে দিতেন। কোনরকম জটিল কথাবার্তায়, ভাবনায় যেতেননা। মোটা মোটা রেখা তার ফিগার গুলি ধরে রাখত। তিনি সবরকম উজ্জ্বল বা ম্লান রঙ ব্যবহার করতেন। আর সব ক্যানভাসই বড় বড়। তার ছবির চরিত্রগুলির মধ্যে বেশি ঘোড়া, আর নারী। ছবি আঁকার প্যাটার্ণ জীবনের ২য় ভাগের পর একই রকমের। অনেক সময় হাত, পা, মুখ আঁকতেননা।





0 Comments.