আমরা সবাই
দুঃখসমুদ্রে মৎস্যকন্যার মতোন
ডুবে থাকি, উলুপীর দেশে বাড়িঘর
সাঁতরাই, আলো হাতড়াই
পাড়ে এসে বসি কিছুক্ষণ
সুখের সোনালী গুঁড়ো মুঠো করে তুলে নিতে গেলে
কে তুমি কাঙালি ছেলে
বাঁশিটি নামিয়ে রেখে ঠোঁটের বিপাকে
সুখ কি আমাকে চায়? কিম্বা তোমাকে ?
তুমি কেন তবে
একতরফা প্রেমের মতোন
তার কাছে যাও?
বারেবারে অপমান পাও?
দেখ তো কেমন জলশরীরের ছলছল নিয়ে
চৌষট্টি কলায় নীল বেদনারা ডাকে
0 Comments.