এই শরতের রোদ আলাদা।
এর চালচলন একেবারেই আগের মত নয়।
মানুষের হই হই করার ইচ্ছে মুখোশের তলায় ঢেকে রাখতে হচ্ছে।
পুজো ইদ উৎসব গুলো খুচরো পয়সার মত
এদিক ওদিক হারিয়ে যাচ্ছে যেন।
খেতে না পেলে আর সখের জিনিসপত্র কে কেনে।
ছোটদের কি যে মুশকিল।
ইস্কুলেও যাওয়ার উপায় নেই।
তবু, সবাই আকাশের দিকে তাকিয়ে বসে আছি
ও শরৎ এক মুঠো খুশি এনে দাও কাশফুলের সঙ্গে।
0 Comments.