কাচের ঘরের ভেতর সময়ের নাচ
ব্যর্থতার রং
খসে পড়া পলেস্তরা নিয়ে দাঁড়িয়ে আছে গাছ
না বলা কথার জানলা
মেঘ বৃষ্টি ও ভালোবাসার ম্যানিকুইন
এ শহরের পায়ের নিচে ঘুমিয়ে আছে আরেকটা শহর
স্যাঁতসেঁতে উপন্যাস
কলার তোলা শার্টের ভেতর ঘুণধরা পাঁজর
নুনভাত আর ফ্যানভাতের গল্প
ছোট হাতের অক্ষরমালা
যা আমি ফানুসে বেঁধে উড়িয়ে দিয়েছিলাম সাতাশ তলার ছাদে
ডাকবাক্সে চিঠি আসে না বহুকাল
এক কোমর জল
আমাদের অনুভূতিগুলো রোদ্দুরে শুকাতে দিয়েছি
সূর্য এখানে ঘুমিয়ে থাকে বারোমাস
0 Comments.