Thu 18 September 2025
Cluster Coding Blog

নেহাৎ গদ্যে রতন বসাক

maro news
নেহাৎ গদ্যে রতন বসাক

" কোন কিছু সঠিক ভাবে বুঝতে গেলে, নিজেকেও তার মধ্যে দিয়ে নিয়ে যেতে হয় । "

কোন কিছু মুখে বলে কিংবা দেখে বোঝা সম্ভব নয় । আমরা যতই ভালো করে দেখি না কেন পুরোপুরি ভাবে বুঝতে পারা কোন সময় সম্ভব নয় । কিংবা কোন ঘটনা মুখে বলে কাউকে বোঝানোও সম্ভব নয় ।
আমাদের এই শরীর মাঝে মধ্যেই খারাপ হয় অর্থাৎ অসুস্থ হয়ে পড়ি । সেই অসুস্থ অবস্থায় আমি যতটা অনুভব করতে পারি, সেটা অন্য কেউই দেখে কিংবা আমি যদি তাকে বলি সে কোনোদিনই ততটা বুঝতে পারবে না,গ যতক্ষণ না পর্যন্ত সেই অসুস্থতা তার মধ্যে হবে ।
একজন দরীদ্র মানুষের কতটা কষ্টকর জীবন প্রতিদিনের, সেটা একজন ধনী মানুষ কোন সময়ই বুঝতে পারবে না । আবার একজন ধনী মানুষ কত সুখে থাকেন, সেটাও একজন গরীব মানুষের পক্ষে সম্ভব নয় বোঝা ।
তাই কোন কিছু সঠিক অর্থাৎ একশত ভাগ বুঝতে হলে, তাকে সেই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে । তবেই সে বুঝতে পারবে, অন্যথায় কোন সময়ই অনুভব করতে পারবে না ।
কারো অসুবিধাকে সত্যি কারের মতো বুঝতে গেলে ; সেই অসুবিধার মধ্য দিয়ে নিজেকেও নিয়ে যেতে হবে, তবেই তা যথার্থভাবে বোঝা যাবে । শুধু মুখে উঃ আহঃ করে কারো কষ্টটা ঠিক বোঝা যায় না । ওতে মানসিক সান্ত্বনাই হয় মাত্র ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register