পুরনো বাড়ির চিহ্ন মাঝে মাঝে পুনর্মুদ্রিত
সংসার চমকে দিয়ে যায়।
খুব ছোট ছোট টুকরো : অব্যবহৃত
খাতা, ঢাকনাহারা কৌটো, ভাঁজ করা
পরিপাটি পর্দা কয়েকটি
মুহূর্তে ঘাতক হয়ে ওঠে, লাফ দেয়
অসংবৃত জীবনের বুকের ভেতরে,
সমস্ত সাজানো ইচ্ছে কেড়ে নিয়ে, ভেঙে ফেলে
পরিযায়ী বাসনাচিহ্নিত ঘরবাড়ি।
0 Comments.