ভবিষ্যতের প্রশ্ন উঠলেই আমি ভ্রান্ত পথিক
বেশতো ছিলাম 'ফেয়ারি টেলস্' এর মলাটের ভেতর।
মোস্ট অ্যালিজিবল এর লিস্ট থেকে ক্রমশ পিছলে যাচ্ছি,
ঢ্যাং কুড়কুড় বাদ্যিবাজের বয়সে ফিরে যেতে চাইছি কিন্তু ওয়ান ওয়ে রোড,
স্বপ্ন মঞ্জরি ঝোরে গেছে সব।
বিষন্নতার বাতাসে আমিও ঝোরে যাচ্ছি হলুদ পাতার মতো।
এ যেন মৃত্যুর আয়োজন,
তবুও চোখে লেগে আছে এক অবাক তৃষ্ণা।
0 Comments.