Thu 18 September 2025
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়

সোশ্যাল মিডিয়ার উশৃঙ্খলতা বনাম মানবিক মন

মানুষ বড় অদ্ভুত... মানুষ হয়ে জন্মেও বারে বারে আমার মনে হয় এ কথা। এই তো কিছুদিন আগে, মিডিয়া সোশ্যাল মিডিয়াজুড়ে সবাই যুদ্ধ করছে। আজ সব চুপ। যুদ্ধ থেমে গেছে। তাই কি? নাকি এখনও কড়া পোশাক পরে সীমান্ত পাহারা দিচ্ছে সীমান্তরক্ষী, সেই জঙ্গিদের ধরার চেষ্টা করছে স্পেশাল ফোর্স। হ্যাঁ দেশ রক্ষার কাজ চলছে নিরন্তর, শুধু ট্রেন্ড বদলে গেছে। তাই স্যোশাল মিডিয়ার যুদ্ধ থেমে গেছে। এখন অন্য টপিক, অন্য আলোচনা। থামাও যুদ্ধ, ওসব ব্যাকডেটেড। শহীদের পরিবার কেমন আছে তা জানতে বয়েই গেছে। নতুন টপিক কি? ঝড় তুলতে হবে তো। আর যারা চুপচাপ কাজ করে চলেছে, তাদের প্রশ্ন করতে হবে, চুপ কেন? হ্যাঁ হ্যাঁ আমরা চুপ কারণ কথা কম কাজ বেশি। আমরা নিরন্তর কাজ করে চলেছি। শুধু যুদ্ধে যদি দেশরক্ষা হতো, তাহলে ভগৎ সিং আর ক্ষুদিরাম হলেই হয়ে যেতো। প্রয়োজন ছিল না কোন রামমোহন, বিদ্যাসাগরের। রবীন্দ্রনাথ আর নজরুলের লেখনী তরবারি সম হতো না তবে। সোশ্যাল মিডিয়ার যুদ্ধে হতাহতের খবর নেই। কারো আঁচ লাগেনি একফোঁটাও।

যাইহোক, বর্ষা আগত প্রায়। উত্তরবঙ্গ ও অসমে নিয়মিত ঝড় বৃষ্টি চলছে। বাতাসে শীতল অনুভূতি। এক নাগাড়ে ডেকে চলেছে ব্যাঙ। জোনাকি উড়ছে ঝোপে ঝাড়ে। এমন সুন্দর পরিবেশে একটু মানবিক হই। আর এতে সাহায্য করতে পারে সুন্দর সুন্দর কাব্য-সাহিত্য। টেক টাচ টকের সাহিত্য জোন নিয়ে এসেছে তেমনই ১৩ টি লেখা... আসুন, পড়ে নিই, আর দেশকে উৎসর্গ করি মানবিক গুণ সমন্বিত মন।

সায়ন্তন ধর
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register