- 40
- 0
শিল্পীদের মধ্যে পিকাসো এবং মিশেলঞ্জেলোর Picasso and Michelangelo একটি সংমিশ্রণ সাদেকের ছবিতে ছিল। তিনি তাঁর শিল্পটি এমনিই দিতেন এবং কখনও বিক্রি করেন না। সাদেকইয়েন নিজেই কখনও বিয়ে করেননি এবং তাঁর নিজের পরিবারও ছিল না তাই ডঃ সালমান আহমদ সহ তাঁর বড় ভাইয়ের পরিবার তাঁর ঘনিষ্ঠ ছিল।
প্রত্যাখ্যান করেছিলেন, তবে সততা ও সদয় মানুষ হতে বিশ্বাসী ছিলেন। তিনি কেন কখনও সুন্দর ল্যান্ডস্কেপ বা প্রজাপতি আঁকেন না এমন প্রশ্নের জবাবে তিনি জবাব দিয়েছিলেন, “আমি সত্যের সন্ধান করি এবং আমি বাস্তবের পিছনে থাকি। আমি কাউকে কোনও ফুলদানি বা গোলাপী পর্দাতে পোজ দিয়ে দাড়ালে অনুপ্রাণিত হই না। যা আমাকে অনুপ্রাণিত করে তাহল কেউ যখন কয়েক ঘন্টা ধরে ক্ষুধার্ত হয়েছিলেন এবং বেঁচে থাকার জন্য সংগ্রাম করছেন। দিনের শেষে যখন কিছু খাবারের অংশ তাকে খুশি করে, তাঁর চেহারাটি আলোকিত করে সেই দৃশ্য আমাকে স্পর্শ করে। আমি বাস্তবতা প্রকাশের চিত্রকর।
তার ছবির বিতর্ক উস্কে দিতেন পৌরাণিক কাহিনীকে অশ্লীল ভাবে দেখিয়ে। যা ইসলাম ধর্মে করলে মকবুলের কোতল অনেকদিন আগেই হয়ে যেত। সামাণ্য এক গল্পের চরিত্র নিয়ে সালমান রুশদী কে এখনো মৃত্যুর ফতোয়ার জন্য লুকিয়ে থাকতে হচ্ছে। আর ফিদা হোসেনের মত কাজ বা অশালীন বিকৃত ছবি আঁকলে ইসলাম বিশ্বাসীরা ছেড়ে দিত?
0 Comments.