Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় সৌরভ মাঝি

maro news
কবিতায় সৌরভ মাঝি

ভগবান

পারেনি, ভগবান বাচঁতে পারেনি; ভগবান ক্ষুধার্ত ছিল , মানুষ খাবার ঢেলেছিল মূর্তির পায়ে । বিলাসিতায় মগ্ন সমাজের সামনে ভগবান আস্তাকুঁড় হাতড়ে ছিল জীবনের সন্ধানে ; পেয়েছিল এক মুঠো হতাশা । রোজ ফুটপাতে , মন্দিরের চৌকাঠে , চাষের ক্ষেতে , আইনের দাড়িঁপাল্লায় অবহেলিত হয় ভগবান ; মৃত্যুর খোরাক যথেষ্ট ছিল ঈশ্বরের । পাথরের টুকরোর সেবায় ব্যস্ত মানুষ ; রক্ত মাংসের ভগবানের মৃতদেহ সৎকার করেনি । হয়তো বাচাঁতেও পারবে না সহস্র ভগবানদের মৃত্যুর হাত থেকে , তবু যেকটা দিন ভগবানের জঠরে খিদের আগুন জ্বলবে ; এই অজ্ঞাতের কলম চলবে । অলিগলিতে খুঁজে বেড়াবে বুকভরা জীবনের সৌরভ ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register