সেই সব বাজে-কথা যারা আমাকে হলুদে-সবুজ অস্তিত্ত্ব দিয়েছিল
তাদের উদ্দেশে আমি একসঙ্গে এক জোড়া রবিবার বলি দিয়েছিলাম
বদলে তারা আমাকে শিখিয়েছিল
. শোনো, যিনি ঘুঘুদের অদেবতা,
. কুমিরের-কান্না ও কুমড়োফুলের বদহজমের পিছনেও
. তাদেরই মদত ফুলে ফেঁপে উঠছে
বাজে-কথারা আমাকে আরো বলেছিল, তুমি কি জানো,
হেমন্তকাল-মাখানো পাঁউরুটির ভিতর
. ঠিক কত ক্যালরি ব্রহ্মোত্তর আছে
তারপরেই তো মোবাইল-গেমের শীৎকার থেকে
. ফর্সা জল আমাকে শিকার করে নিল
0 Comments.