কাঠের বিছানায় তোমার সযত্ন ঘুম
দেখোনি কেমন করে কেঁদেছিল
তোমার ছোটোবোন
বাবার চোখের জল মুছে ছিল
কিছু টাকা
দেখোনি তোমার ধানক্ষেত
কত একা
ভোরের কাগজে ফুলে ঢাকা কত ছবি
তুমি বলেছিলে কবিতা লিখে পাঠিও প্রিয় কবি।
তোমার জন্য লিখেছি দুটি লাইন --
আবার এসে
সীমান্তেই দিও প্রাণ।
জয়হিন্দ্
জনগনমন, হামারা হিন্দুস্তান
আজ ১৫ই আগস্ট
৭৫তম স্বাধীনতা দিবস
এ আমাদের লকডাউনের পরাধীন স্বাধীনতা।
এমন কখনো হয়নি
স্বাধীনতা মানে অনন্ত স্বাধীনতা,
শাশুড়িমা চাইতেন অন্তত এই একটি দিন
আমি ভোরবেলায় ভাত না চাপিয়ে
স্কুলে যাই পতাকা তুলতে।
আমিও খুশিতে সবুজে কমলায় রাঙা হয়ে
সকাল ৬.২০-র লোকাল ধরতে দৌড়োতাম।
দেখতাম অত সকালে স্টেশনে
স্বাধীনতা হয়ে গেছে,
ধ্বনি উঠছে ' বন্দেমাতরম ' ।
0 Comments.