Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় প্রভাত মণ্ডল (বাংলা লতিফা - ৭)

maro news
কবিতায় প্রভাত মণ্ডল (বাংলা লতিফা - ৭)

যদি স্রোত আসে

স্রোতস্বিনী নদীটা থমকে গেছে ভরে গেছে কচুরিপানা চারিধারে, বহু কষ্টে মাথা তোলে পানকৌড়ি শ‍্যাওলার ভিড়ে। হঠাৎ যদি স্রোত আসে, দুকূল ছাপিয়ে নদী ছুটে চলে মোহনার দিকে ; মিশে যায় সাগরের সাথে সেই চেনা ছন্দে।

 ভেসে ওঠে মুখ

ক্লেদাক্ত শরীরে মাটির গন্ধ, ভেবেছিল রক্তনদী পার হবে; হঠাৎ গোধূলি পেরিয়ে সন্ধ‍্যা নামে,আঁধার ঘনায়। কয়েকটা পোড়া রুটি সানকিতে, ভেসে ওঠে মুখ,কতগুলো ঝরে যাওয়া ফুলের; তবু দু-চোখে স্বপ্ন নিয়ে ঘর বাঁধে প্রতিরাতে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register