ধূসর বিকেলে রংধনু খুঁজি
শুধু স্মৃতিগুলো ফিরুক আবার,
রঙিন প্রভাত পেরিয়ে, গোধূলির চোরা বাঁকে আজ
জীবন সাঁকো শুধু বেরঙিন।
ভাঙাচোরা সাঁকোটাতে একটা শতাব্দীর ভিড় জমে আছে,
ভেসেছে শতমুখ আজ শুধু হাহাকার নদীটার মাঝে।
এসো সাজিয়ে রাখি
ঝরে যাওয়া শিউলির গন্ধ
চৈত্রে চাঁপাফুল সুরভি বিলায়
আমার মন্দির হতে তোমার মসজিদের আঙিনা জুড়ে।
শুধু আমি তুমি ভেদাভেদ,
রক্তের আলপনা মিছে আঁকি রোজ মনুষ্যত্বের রাজপথে;
এসো সাজিয়ে রাখি শিউলি চাঁপা পৃথিবীর প্রান্তরে।
0 Comments.