Thu 18 September 2025
Cluster Coding Blog

লে ছক্কায় (নির্বাচিত কবিতা) রতন বসাক

maro news
লে ছক্কায় (নির্বাচিত কবিতা) রতন বসাক

১। পড়তে হবে

জ্ঞানের দীপ জ্বালতে হলে পড়তে হবে বই সবার কাছে সময় আছে তবুও কেন নই ? চলো সবাই বইটা খুলে পড়ায় মন দিই সবার থেকে জ্ঞানটা নিজে আরো বাড়িয়ে নিই ।
বইয়ের মধ্যে লেখা আছে কত কিছু ভাই জানার জন্যই প'ড়ে বোঝো মনটা দিয়ে তাই । লেখাপড়াটা জানা থাকলে অনেক ভালো হয় কোনো কাজেই তখন দেখো লাগবে নাতো ভয় ।
গুরুজনেরা সবাই বলে বইটা নিয়ে পড় সুখ শান্তিতে থাকতে হলে সত্য পথটা ধর । দেহের জন্য খাবার লাগে মনের জন্য জ্ঞান জ্ঞানী গুণী মানুষ হলেই সবাই দেয় ধ্যান ।
কোনটা ঠিক কোনটা ভুল জানতে যদি চাও বইটা পড়ে জ্ঞান বাড়ালে সঠিক ক'রে পাও । রোগ সারাতে ওষুধ খাও ডাক্তার যেটা কয় মানব ব্যাধি কমার জন্য বই পড়তে হয় ।
বইটা যদি পড়তে থাকো বাড়ে মনের জোর জীবন পথে কষ্ট করলে আসে নতুন ভোর । ন্যায় অন্যায় বুঝতে পারো সহজ ক'রে খুব সেই কারণে জ্ঞান সাগরে দিতে লাগবে ডুব ।

২। বৃষ্টির দিনে

বর্ষা আসে গ্রীষ্ম গেলেই নিয়ে অঢেল বৃষ্টি, জলের ছোঁয়া পেয়ে ধরায় সবুজ হবে সৃষ্টি ।
গগন ভ'রে মেঘের ভেলা চলতে থাকে ভেসে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকায় মেঘে মেঘে ঘেঁষে ।
নদী নালা পুকুর সবই ভর্তি হবে জলে, জেলে ভায়া জালটি নিয়ে মাছের খোঁজে চলে ।
পাখিগুলো ভিজছে দেখি ব'সে বৃক্ষের ডালে, ঝম-ঝমা-ঝম শব্দ শুনছি ঘরে টিনের চালে ।
বৃষ্টির দিনে একলা থেকে মন লাগে না কাজে, সময় শুধুই দেখতে থাকি কখন কটা বাজে ?

৩। ভালো লিখতে

ফেস বুকের ঐ ছন্দ মেলায় ছন্দের করি চাষ, লিখেই আমি কাব্য সভায় হতে চাই যে খাস !
দুইটা লাইন ছন্দ দেখেই চেষ্টা করি রোজ, নতুন কিছু সৃষ্টির জন্যই ক'রে থাকি খোঁজ ।
সঠিক ভাবে বুঝতে গিয়ে পড়ি অনেকবার, বোঝার পরে লিখতে বসি খুলে মনের দ্বার ।
শব্দগুলো সাজাই আমি যাতে সুন্দর হয়, পাঠক যেন আমার ছড়া প'ড়ে ভালো কয় ।
লেখার জন্য সনদ পেলে খুশি লাগে ভাই, আরো ভালো কাব্য রচার প্রেরণা যে পাই ।

৪। ১০৮ গাছের গুণ

ভালো ভাবে বাঁচার জন্য নিতে হলে শ্বাস, একটি কাটো পাঁচটি রোপো করো গাছের চাষ ।
গাছ লাগিয়ে সময় মতো ঢালো তাতে জল, বড় হয়ে দিতে থাকবে ফুলের পরে ফল ।
ফলটা খেয়ে বীজটা তুমি রোপো গিয়ে আজ, ধরার জন্য এটাই হবে একটা ভালো কাজ ।
বোঝাও গিয়ে অবুঝ জনে গাছের কত গুণ, কারণ ছাড়া কোনো বৃক্ষের আর করো না খুন ।
মরা গাছও কাজে লাগে বানাও কাঠের ঘর, বৃক্ষ হলো এই জগতের প্রভুর একটা বর ।

৫। ইচ্ছে করে

ইচ্ছে করে উড়তে থাকি পাখির বেশে আমি, অচেনা এক নতুন দেশে দূরে কোথাও থামি ।
নিজের মতো থাকবো সেথা মনের মতো ক'রে, স্বাধীন হয়ে উড়বো আমি নিয়ে যাবে না ধ'রে ।
আমায় আর সহজ ক'রে কেউ পাবে না খুঁজে, চেনা কেহই দেখলে পরে মুখ রাখবো গুঁজে ।
খুঁজতে এলে ওদের দেখে পালিয়ে যাবো দূরে, লুকিয়ে থেকে দেখবো মজা আসবো নাতো ঘুরে ।
খুঁজে মরুক জ্বলে মরুক মানুষগুলো সব, চুপটি ক'রে রইবো আমি করবো নাতো রব ।

৬। অপেক্ষা করো

স্কুল কলেজ সব'ই বন্ধ বন্ধ লেখাপড়া, অদৃশ্য এক ভাইরাস হানায় জর্জরিত ধরা ।
ক'মাস হলো বিশ্ব জুড়ে সবাই আছি ঘরে, বাইরে গেলে ছোঁয়া লেগে রোগটা এখন ধরে ।
আমরা সবাই ভয়ে আছি কি যে হবে আগে ? ভবিষ্যতের কথা ভেবে কষ্ট ভীষণ লাগে ।
প্রতিষেধক এলে পরেই আমরা বাঁচতে পারি, যতদিন না আসছে হাতে থাকতে হবে বাড়ি ।
বেঁচে থাকলে লেখাপড়া কর্ম সবই হবে, অার কটা মাস হোক না নষ্ট ধৈর্য ধরো সবে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register