Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় অসীম কুমার সাহা

maro news
কবিতায় অসীম কুমার সাহা

আধুনিক জীবন

একি বিস্ময় রবির উত্তাপ, প্রকৃতির কষাঘাত বিবেক প্রশ্নবিদ্ধ, মনের ঘরে কড়ানারে শুধুই স্বার্থপরতা! হীনকর্ম অনাচারে,জীবন ও জীবিকার তাগিদে পতিতাও পরিপাটি থামেনি ধর্ষণ মা-ভগ্নির ক্রন্দন; সমাজ রক্ষার কাজে ওদের অধিকারই- ধিক্কার! পিতার লাশ মর্গে,পুত্রের অবহেলা- সকরুণ আর্তনাদ কারো বুক চিঁড়ে;মানবতা শূণ্য কফিন বিক্রিতে কারচুপি;কাফনের কাপড় বিক্রিতে ডিলারশীপ,টেন্ডারবাজী! স্বীয় কাফনের বসন লাভে অর্থে নাকি মাপ খর্বে- পরিধান করবে এ কেমন কৃপণতা? মুনাফাখোর ও করছে ধর্ষণ লাগাতার!রক্তক্ষরণে অতিষ্ট সাধারন জীবনে হাহাকার! হয় না বিচার-শুধুই প্রলোভনে ক্ষান্ত ;জায়ুর চিন্তায় আয়ু শেষ,পাণি ধূতে নেই নিখাদ পানি অ্যালকোহল মিশ্রিত স্যানিটাইজার,হ্যান্ডওয়াশ নিয়ে টানাটানি মজুদ করে পণ্য দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট দরিদ্র-মধ্যবিত্তের সঞ্চয় চুষে সঞ্চিত সঞ্চয়ে করের বোঝা;শেয়ার বাজার লুটে লুটেরা অট্রালিকা গড়ার চাপে জীবননাশ-টেস্টই ভাইরাস! মুখে নীতি কথন,টক শো'তে আলাপন;পারিতোষিক অন্যথায় ফাইল বন্দী বিশাল প্রাসাদেই গৃহ পরিচায়িকার অাত্মহনন হয় নির্যাতন;তথাপি বাঁচার তরে নির্মম যুদ্ধ সংবাদপত্রে প্রকাশ, নিষেধাজ্ঞা আমান্য মৎস্য শিকারীর জেল;পাসপোর্ট জব্দ সুশীল সমাজের আলোচনা,অকাল প্রয়াণে কারো শোকাতুর পরিবার;স্রষ্টায় -সান্ত্বনা! মুছে গেছে সিঁথির সিঁদুর,খুলে গেছে নাকের নোলক জ্বলছে চিতাগ্নি, খুঁড়ছে কবর সেখানে ও টাকা,আতরের গন্ধ ম্রিয়মান নৈতিক স্থলন আর কত! তবে কি মৃত্যুর রথ তাদের দ্বারে পৌঁছোবে না? নাকি চলন্ত সিঁড়ি,লিফট আর দামি গাড়ি-বাড়িই জীবন! শেষকৃত্য হবে নাকি বেওয়ারিশ লাশে পরিত্যক্ত-এটাই নিয়তি! নীতি প্রীতি সবই পথের ধূলায় একাকার অথচ নিরাকার একই স্রষ্টার সৃষ্টি জগৎময় অপার সৌভাগ্যের বার্তাবাহক মানুষ-হুশ হারিয়ে বেহুশ দিকদর্শনের কাটার ন্যায় সুমেরুর দিকে ধাবিত স্রষ্টাকে চাওয়া নাকি তাদের কাছে শুধুই ঐশ্বর্য চাওয়া! কত বিভেদ,বিদ্বেষ, দ্বন্দ্ব,আত্মনুরাগ; মৃত্যু নিশ্চিত জেনেও সময় অনিশ্চিত- এ কথায় বাহাদুরি অতঃপর সকল গাণিতিক হিসেবের সিদ্ধান্ত মৃত্যু- প্রমাণিত। কল্পনার লীলানিকেতন,হতাশার আশা, আভিজাত্যের আস্ফালন,লোভীর নীচতা এটাই গদবাধাঁ - জীবন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register