- 42
- 0
যাদের সুরক্ষার ভাবনায় ‘অশ্লীলতা’ তকমা সাঁটিয়ে নগ্ন নারীদেহের শিল্প সাহিত্যে ব্যবহার বন্ধ করতে চেয়ে সমাজ নানা কর্মকান্ড করতে চেয়েছিল, সেই নারীরা এখন অনেক সচেতন। তারা আন্দোলন করছেন এই বলে যে তাদের যোনী স্তন ইত্যাদি কোন অশালীন বস্তু নয়। তারা তাদের বক্ষস্থল উদোম করতে চান, নগ্ন হয়ে আপনার সামনে একজন পূর্ণ মানুষের স্বাধীনতা নিয়ে দাড়াতে চান। তারা সমাজের পুরুষের সাথে সমান্তরাল ভাবে চলতে চান। ইউরোপের এমনএকটি গোষ্ঠি যার নাম ফেমেন ইন্টারন্যাশনাল।


0 Comments.