Thu 18 September 2025
Cluster Coding Blog

লে ছক্কায় (নির্বাচিত কবিতা) রতন বসাক

maro news
লে ছক্কায় (নির্বাচিত কবিতা) রতন বসাক

১। আহ্বান

চল ছেলেরা চল মেয়েরা শিক্ষালয়ে চল, এখন থেকে মনটা দিয়ে শিখব মোরা বল ।
কষ্ট যত হোক না তাতে শিখেই নেব সব, ধনী গরীব সবাই মিলে উঠা এমন রব ।
শিক্ষা ছাড়া নাই তো মান সারা জীবন ধরে, আয় না ফেলে সামনে সব দেখাই কিছু করে ।
শিক্ষা পেলে মনটা হবে অনেক বেশি ভালো, আটকে থাকা হৃদয় ভরা সরিয়ে দিয়ে কালো ।
তবুও কেন মুখ ফিরিয়ে থাকিস তোরা সবে, আয় না চলে মনের জোরে দেখাই করে ভবে ।

২। সবার কথা ভাবো

স্বার্থ নিয়ে আছি সবাই এই ভবের মাঝে একলা চলা নিজের মতে থাকাটা সেকি সাজে ? সবার দেহে এক রঙের রক্ত আছে লাল খোঁজ নিই না কখনো কারো কেমন কার হাল ?
আপন সুখে থাকার কথা ভাবি আমরা সব কষ্টে কারো দিন কাটলে উঠাই নাতো রব । ভালো থাকার জন্য সদা করছি কত নাশ ভয় পাই না নিজের কাজে দিতে কাউকে বাঁশ ।
প্রভুর দয়া পেয়ে আমরা আসি এমন ভবে তাঁর ইচ্ছা ভালো মন্দে সদাই থাকি সবে । তবু হৃদয়ে হিংসা ভরে স্বার্থ নিয়ে চলি মুখেই শুধু জ্ঞানের কথা দেখা হলেই বলি ।
অর্থ গুলো কামাই করে জমিয়ে রাখি ঘরে বিপদ কালে আমার কাজে আসবে ভেবে পরে । এত জমাই সেই কারণে চিন্তা মনে বাড়ে চুরির ভয়ে ভোগ না করে জীবনটা যে হারে ।
কত টুকুই অর্থ লাগে বাঁচতে হলে ভাই তারই থেকে একটু করে দানটা করো তাই । সবাই মিলে থাকলে সুখে এটাই হয় ভালো সামনে এসো মুছে ফেলেই মনের যত কালো ।

৩। আমার মা

আজও মনে পড়ে আমার সেসব কথাগুলো, মা'য়ের সাথে খেলে যেতাম মেখে মাটির ধুলো ।
দূরের থেকে ছুটে এলেই তখন কোলে নিতো, মা যে আমায় আদর দিয়ে মনটা ভরে দিতো ।
দুষ্টুমিটা করলে পরে চেপে ধরতো বুকে, কেনো এমন করিস খোকা বলতো হেসে মুখে ।
সকাল হলে ঘুমের থেকে আমায় দিতো তুলে, ওঠ না খোকা হচ্ছে দেরী যাবি এখন স্কুলে ?
খাবারগুলো খাইয়ে দিতো নিজের হাতে মা যে, সারা সময় লেগে থাকতো ঘরের কোনো কাজে ।

৪। সম ভাবে

রোজ সকালে ওঠার পরে ভেঙে আমার ঘুম, পূব আকাশে চেয়ে দেখি আলো ভরা ধুম ।
দুপুর বেলা মাথার উপর ছাতার মতো রয়, সেই কারণে নিজের ছায়া অনেক ছোট হয় ।
সন্ধ্যা হলেই কোথায় যেন হারিয়ে সে যায়, আশেপাশে যেদিক দেখো অন্ধকারে ছায় ।
এই জগতে তাঁর রশ্মিতে জীবন করে দান, সবার ভিতর সুস্থ সবল জেগে ওঠে প্রাণ ।
সম ভাবে আলো দেবে সারাটাদিন সে, জাতি ধর্ম ধনী গরিব জানতে চায় না কে ?

৫। ঘোড়ায় চড়ে

ছোট্ট মেয়ে খেলছে ঘরে সঙ্গে নিয়ে তার ভাই, খেলতে গিয়ে মনে তাদের আনন্দের সীমা নাই ।
ঘোড়ায় চড়ে চলছে জোরে নিজের মতো করে আজ, যাবেই তারা দূর পাহাড়ে পড়ুক যতো পথে বাজ ।
ভাইটি তার পাচ্ছে ভয় বলছে তারে চেপে ধর, একটু দাঁড়া ভয়টা ফেলে দেখতে পাবি সহা কর ।
সেথায় গিয়ে দু'জন মিলে উঁচু পাহাড় পাবো সব, চলছি মোরা ঘোড়ায় চড়ে করিস নাতো কোনো রব ।
টগ্ বগিয়ে আমার ঘোড়া ছুটছে দেখ কতো সুখে, তোর থেকে যে অনেক ভাল কোনো কথাই নেই মুখে ।

৬। মুখে নয় কাজে

সবার আগে যে দেশ এটা মনে রেখো ধনে উঁচু নিচু ভুলে সবে মিলে দেখো, এক সাথে রবে সদা বাধা গুলো এলে মিলেমিশে কর্ম করে সফলতা মেলে । ভালবেসে দেশে থাকো প্রেম ভাব নিয়ে ফাঁকি ছেড়ে কাজ করো পুরো মন দিয়ে, কেউ যদি মন্দ কাজ করে জেনে বুঝে দেশ থেকে বের করে দাও তারে খুঁজে । ভুল কভু হতে পারে করা কোনো কাজে তার তরে নিজ মনে ভেবো নাতো বাজে, মেনে নিয়ে ভুলটাকে আগে করো ঠিক করে গেলে মন থেকে পেয়ে যাবে দিক । ধর্ম কর্ম করো মিলে হিংসা সব ভুলে পাশে থেকে ভালবেসে বাঁচো মন খুলে, ক'দিন পরেই ডাক এসে যাবে তাঁর তবু কেনো মুখটাকে করে রাখো ভার ? চলো যাই দেশ গড়ি থাকি আরো সুখে কাজ করে বলো তবে নয় শুধু মুখে । পিছে কেনো থাকো ভাই এসো ভালবেসে মনে যদি জোর থাকে জিত পাবো শেষে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register