Thu 18 September 2025
Cluster Coding Blog

|| ১ বর্ষ পুর্তি || সোনালি (সাহিত্য Hut)

maro news
|| ১ বর্ষ পুর্তি || সোনালি (সাহিত্য Hut)

টেক টাচ টক এবং শব্দের আলপনা

কোভিড ভাইরাসের মহামারী যখন প্রথম সারা পৃথিবীতে আতঙ্ক ছড়ানো শুরু করেছে সেই সময়েই এই টেক টাচ টকের সম্পাদক মন্ডলী এবং উপদেষ্টাদের কাছ থেকে ডাক এলো দূরভাষ বেয়ে। শুনে বুঝলাম এরা মস্ত কাজের ভার নিয়েছে। নিয়মিত সাহিত্য সাজিয়ে পত্রিকা প্রকাশ করা, রোজ রোজ, মুখের কথা নয় তো। আমি সম্পাদক হিসেবে এতখানি দায়িত্ব নেব, নিজের চিকিৎসক হিসেবে পেশাগত কাজকর্ম সামলে, এ কখনও ভাবতে পারিনি। কিন্তু তখন সবাই গৃহবন্দী। কাজ করছিনা বিশেষ। এবং এই তরুণ সম্পাদক মণ্ডলীর অদম্য উৎসাহ। সেই সাহায্য আর সাহসেই সাজানোর চেষ্টা করলাম আমার পাতা সাহিত্য হাট কে। আম্পানের ভয়াবহ পরিস্থিতিতেও আমার জল বিদ্যুৎ ইন্টারনেটহীন ফোন থেকে লেখা পাঠিয়েছি হাসপাতালের ঘরে কোন রকমে পৌঁছে, সেখানকার ওয়াইফাই ব্যবহার করে। বাকি সম্পাদক এবং প্রযুক্তি বিভাগ ঠিক সাজিয়ে প্রকাশিত করেছে সাহিত্য হাট কে। একটি বার ও পাতা অপ্রকাশিত থাকেনি।
দা শো মাস্ট গো অন।
আর এখন, যখন ঋষি প্রাপ্তি বা অনিন্দিতা জানান কোন সংখ্যা জনপ্রিয় হয়েছে, বা মানুষ খুব খুশী হয়ে পড়ছেন, লেখকেরা লেখা পাঠাতে চাইছেন স্বতঃস্ফূর্ত ভাবে, অথবা কোন বিশেষ সংখ্যার জন্য পরিকল্পনা চলে সবাই মিলে, আমার মৃত্যু,রোগ, যন্ত্রণা দেখে ক্লান্ত জরাগ্রস্ত মন উঠে বসে বলে, বেঁচে আছি, ভীষণ ভাবে, অক্ষরের আত্মীয়দের হাত ধরে। আজ এক বছর এক দিন বয়েস হল এই পোর্টালের। শতবর্ষ পেরিয়ে যাক এই সাহিত্য চর্চা। অজস্র শুভেচ্ছা রইল।

- সোনালি

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register