- 4
- 0
পুরোহিত মন্ত্র পড়ছে... যদিদং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম...
মনামী ভাবছে বিয়ের পিড়িতে বসে, সত্যিই হৃদয় কী খেলনা নাকি, না বিনিময়যোগ্য বস্তু! চাইলেই ট্রান্সফার করা যায়! এই যে বর হয়ে বসে আছে শ্রীমান অর্ণব কেমন তালপাতার সেপাই মার্কা, সেকি পৃথুলা মনামীর ভার নিতে পারবে! এমন হাফসোল পার্টিকে হৃদয় দেওয়া যায় থোড়াই! সাতপাক ঘোরার সময় ও হোঁচট খেতেই, অর্ণব কিন্তু বেশ শক্ত করে মনামীর হাতটা ধরে সামলে নিলো। মনামী বুঝলো, নাহ্ বাবা বেশ সৎপাত্রই এনেছে। একটু গঙ্গারাম টাইপের হলেও ডিপেন্ড করা যায়। হার্ট... দেখা যাক স্লাইট স্লাইস করে, আপাততঃ নাহয়... থোড়িসি মাক্খন, মির্চি লগাকে।
0 Comments.