তুমি এক বাঁশুরিয়া
মন বুঝে বাজাও বাঁশি
জোড়াশাঁকো নিবাস তোমার
তুমি ভয়, কান্না- হাঁসি।
তুমি হলে সেই ছেলেটা
যে খোঁজে তার দিদিকে
সেই দিদি রক্তজবা
ভুলে যায় প্রেমপ্রীতিকে!
তবু তার মন ভোলানো
দুরন্ত প্রেম যে ডাকে
প্রেম কী আর দাবার গুটি
অনন্ত প্রেম তোমাকে।
আমি সেই সাধারণ মেয়ে
ঝোড়া হয়ে বাই যে তরী;
বাইশে শ্রাবণ দিনে
বন্ধ তোমার ঘড়ি॥
0 Comments.